বাংলা ism
জানুন নতুন কিছু, প্রতি ঘণ্টায়
Showing 4 of 4 facts
Space & Astronomy
মহাবিশ্বের ৯৫ শতাংশই রহস্যময় এবং অদৃশ্য পদার্থে গড়া
আমাদের চেনা জগৎ, অর্থাৎ গ্রহ, নক্ষত্র, গ্যালাক্সি—এসবকিছু মহাবিশ্বের মাত্র ৫ শতাংশ। বাকি ৯৫ শতাংশই হলো ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জি নামক দুটি রহস্যময় উপাদান।
মহাবিশ্ব ডার্ক ম্যাটার ডার্ক এনার্জি
Space & Astronomy
মহাবিশ্বের প্রথম আলো: কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড
মহাবিশ্বের সবচেয়ে প্রাচীন আলো হলো কসমিক মাইক্রোওয়েভ ব্যাকগ্রাউন্ড। এটি বিগ ব্যাং-এর প্রায় ৩ লক্ষ ৮০ হাজার বছর পরের ঘটনা, যা মহাবিশ্বের শৈশবের ছবি তুলে ধরে।
মহাবিশ্ব বিগ ব্যাং CMB
Space & Astronomy
শুধু একটাই নয়, মহাবিশ্ব থাকতে পারে অসীম সংখ্যক
মাল্টিভার্স তত্ত্ব অনুযায়ী আমাদের মহাবিশ্ব ছাড়াও অসংখ্য মহাবিশ্ব থাকতে পারে। প্রতিটির ভৌত নিয়মকানুন আর ধ্রুবকগুলোও হতে পারে একদম আলাদা।
মাল্টিভার্স মহাবিশ্ব কসমোলজি
Space & Astronomy
আমাদের মহাবিশ্বের সীমানা কতদূর পর্যন্ত বিস্তৃত?
আমরা যে মহাবিশ্বকে দেখতে পাই, তার ব্যাস প্রায় ৯৩ বিলিয়ন আলোকবর্ষ। কিন্তু মহাবিশ্বের বয়স তো মাত্র ১৩.৮ বিলিয়ন বছর! তাহলে এর আকার এত বিশাল হলো কীভাবে?
মহাবিশ্ব কসমোলজি Observable Universe