বাংলা ism
জানুন নতুন কিছু, প্রতি ঘণ্টায়
Showing 5 of 5 facts
রোসেটা স্টোন: এক শিলালিপি যেভাবে প্রাচীন সভ্যতার রহস্য ভেদ করলো
রোসেটা স্টোন হলো একটি প্রাচীন মিশরীয় শিলালিপি। এতে একই রাজকীয় ফরমান তিনটি ভিন্ন লিপিতে খোদাই করা আছে: হায়ারোগ্লিফিক্স, ডেমোটিক এবং প্রাচীন গ্রিক। এই আবিষ্কারের ফলেই হায়ারোগ্লিফ পাঠোদ্ধার করা সম্ভব হয়।
হাজার বছর ধরে মমি সংরক্ষণের জাদুকরী লবণ
প্রাচীন মিশরীয়রা মমি তৈরির জন্য ন্যাট্রন নামক এক বিশেষ প্রাকৃতিক লবণ ব্যবহার করত। এই লবণ শরীর থেকে জলীয় অংশ শুষে নিয়ে পচন রোধ করত, ফলে দেহ হাজার হাজার বছর ধরে সংরক্ষিত থাকত।
গিজার পিরামিড: প্রাচীন প্রকৌশলের এক মহাজাগতিক বিন্যাস
গিজার পিরামিডগুলো প্রায় নিখুঁতভাবে চার মূল দিক বরাবর নির্মিত। প্রাচীন মিশরীয়রা শুধু সূর্য ও তারা দেখেই এই অসামান্য কাজটি করেছিল, যা তাদের জ্যোতির্বিদ্যা ও স্থাপত্য জ্ঞানের এক অবিশ্বাস্য নিদর্শন।
সিংহাসনে নারী: ফারাও হাতশেপসুতের বিস্ময়কর কাহিনী
প্রাচীন মিশরের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী নারী শাসকদের একজন ছিলেন ফারাও হাতশেপসুত। তিনি পুরুষের বেশে, এমনকি নকল দাড়ি পরেও দেশ শাসন করতেন। তাঁর শাসনামল ছিল শান্তি ও সমৃদ্ধির প্রতীক।
আজ থেকে ৩৬০০ বছর আগের সার্জিক্যাল বইয়ের রহস্য
এডউইন স্মিথ প্যাপিরাস হলো বিশ্বের সবচেয়ে পুরনো সার্জিক্যাল টেক্সট। এটি প্রাচীন মিশরীয়দের উন্নত চিকিৎসা জ্ঞানের এক অসাধারণ দলিল।